পুরুষেরই মতো জন্মায় এরা,
সমাজে জ্বালায় বাতি,
সবদিক থেকে পিছিয়ে আজও-
এরা সেই নারী জাতি।
মায়ের কোলে ছেলে এলে,
বাড়ে বাপের মান,
কোনো কারনে মেয়ে হলে তা-
বাড়ীর অকল্যাণ !
শৈশবে তার আঁচলেই নাকি,
ছিল তোমার স্থান, পরে-
যৌন খিদেয় সেই আঁচলেই ;
মারছো তুমি টান।
লোকে বলে তারা সর্বনাশা,
নেই যে তাদের বল,
তারা কেবল পুরুষ সেবক-
বাচ্চা গড়ার কল।
বলছি তবে শোনো এবার,
আমরা কি কি পারি-
হাড়ে হাড়ে তবে বুঝবে তুমি,
কাদের বলে নারী ?
অবলা ভেবে নারীর ওপর,
করছে যারা হাল্লা,
জানেনা তারা সবস্তরে আজ-
নারীরা দিচ্ছে পাল্লা।
পাইলট থেকে রেল ড্রাইভার,
অফিস থেকে স্কুল-
সর্বত্র নারীরা কাজে ,
একেবারে নির্ভুল।
ফিরে দেখো তবে সংস্কৃতি,
শিল্পকলার গুণ,
গৃহকর্মেও নারীরা আবার-
একেবারে নিপুণ।
সমাজের বুকে সাজানো বাগানে,
নারীরা আসল মালী,
তিলে তিলে এরা গড়েছে সমাজ-
শুনেছে হাজার গালি।
এরপরও নারী কলঙ্কিনী!
চরিত্র যে তার দাগী, শুধু-
বড়ো দামী হয় রাতের সুখে;
বলো কে দোষের ভাগী?
সবশেষে তাই বলছি শোনো,
নারীকে করো ভক্তি,
পাবে না যে পার, যদি জেগে যায়-
আমাদের নারীশক্তি।
0 Comments