ভোট না ভাট - রূপম অধিকারী


 


বছর পাঁচেক দেখা নেই আর
গর্তে ঢুকেছে প্রতিশ্রুতি দিয়ে
মা-বোনেরা খালি পেটে থেকে
উন্নয়নকে ছোটায় রাস্তা ঘাটে

তবু আমাদের শিক্ষা হবে না
ভোট দিতে ছুটি সকাল-সকাল
ধক নেই সবাই নোটায় ভোট দিয়ে
বয়কট করি ভোটের উৎসব

ভাষণ দিচ্ছে দল বেঁধে এসে
জনসভায় উপচে পড়ছে ভিড়
মিথ্যে সবাই বুঝতে পারছি তবু
জবাবদিহি চাইছি না সব চুপ

ডান-বাম সবই সমান এখন
কার উপর ভরসা করা যায় ?
ভোট মানেই ঢপের প্রহসন
ভোটাধিকার যখন লুপ্তপ্রায়

তবু তোমায় নিতে হবে পক্ষ
ঝুঁকতে হবে যেকোনো এক দিকে
জীবন যখন ঝুলো-পলেস্তারা
আশা ছাড়া লাভ কি আর বেঁচে?

কোনো এক রাজা আসন পাবে
কোনো রাজার চুকবে রাজপাট
লাল সূর্য কে গারদে বন্দি রেখে
রাষ্ট্র-যন্ত্রে পিষবে নতুন প্রাণ

উৎসব যখন পালিত হয় অস্ত্র হাতে
ধর্ম যখন রাজনীতির আশ্রয় নেয়
আচ্ছে দিন ক্যায়সে আয়ে গা
ইয়ে সিষ্টেম হিতো কোরাপ্টেড হে

ঝাণ্ডাবাজির আর নেই দরকার
মানুষ আর চাইছে না রাজনীতি
কত দিন আর ভোটতন্ত্র হবে
গণতন্ত্রে কি আর আছে সম্প্রীতি।

You Might Also Like

0 Comments