মিথ্যাশয় - শুভজিৎ দে


কিছু নিদ্রা বিনিদ্রা থেকে যায়।
আর অন্ধ রাতে কে যেন সাইরেন দেয়।
অতপরঃ কিছু সময়;
নতুন স্বপ্নে আশায় চোখ জুড়ে যায়।

ওঠ জেগে ওঠ; কী ঘুমে মগ্ন ?
লিখতে হবে সত্য তাজা খবর,
বলবি মনুষ্যত্ব কেন বর্বর ?
সমাজতত্ত্ব কেন নগ্ন ?

তারপর ক্লান্তি ভরা চোখ–
কবিতা বলে আর একটু লেখ।
সায়াহ্ন বাকি  অনেক;
লেখ বিতাড়িত ভালবাসার শোক।

নিপীড়ন, হানাহানি, ধর্ম
বিষয় এখন অনেক বাকি
আবদার করে কবিতা।
মিথ্যা লিখে করবি না পাপ কর্ম ।

'অশ্বত্থামা হত ইতি গজ'
নিদারুণ সত্য কথা শুনে,
দ্রোণাচার্য ব্যথা পান মনে,
ক্ষনে ক্ষনে মিথ্যা বলি আজও।

You Might Also Like

0 Comments