মনের মধ্যে যেন এক অনৈচ্ছিক প্রাপ্তি ভাব জেগে উঠেছিল |
মনে হয়েছিলো উদ্দেশ্য বিহীন ভাবে চলা
এ তরী আজ কিনারা খুঁজে পেল !
ভেবেছিলাম !
প্রবাহের স্রোতে জমে থাকা আবেগ গুলো কে ভাগ করে নেব ,
ভাগ করে নেব আত্মশুদ্ধির পরিতুষ্টি |
পাশেই ছিলে তুমি মনের নাগালে ,
অদেখা দৃষ্টিকোণের আড়ালে ,
তোমার আমার চেতনার প্রণয় হতো মুহূর্তের অন্তরালে |
অন্ধকারের যাত্রী একাকী আলো , আমি !
যেন প্রতিফলনের সূত্র খুঁজে পেয়েছেলাম , তোমার মধ্যে দিয়ে !
আমার সমস্ত উদারতা ,জ্ঞানের বিহ্বলতা ,
উৎসর্গ করেছিলাম তোমার আত্মসৃষ্টির সার্থে |
তুমি আছো আজও ...যেমন ছিলে তেমন! মুক্তাকেশী পাখি তুমি , নিজের রাজ্যের রাজকন্যা ,
তোমার কাছে আমার অস্তিত্ব যেমন মরুভূমির বন্যা |
বৈষম্যবাদের ভয় আজ আমার আকাশের অপ্রস্তুত সূর্যাস্তের কারণ ,
বিচক্ষণ নাবিকের কম্পাস আজ দিকভ্রান্ত, দক্ষিণ মেরুর টানে |
অসময়ে বৃষ্টি নামে বেড়াজালে ঘেরা মনে |
দিগন্তের ঝাপসা আলো আজো স্বপ্ন দেখায় ,
নবজাগরণের !
যা অনৈতিক সত্যের মতো অলীক ,
রোদ জল বৃষ্টিতে পোড়া অনুভব হেমন্তের কৃষ্ণচূড়ার নীচে দাঁড়িয়ে থাকে |
বেড়াজাল থেকে মুক্তির আশায় |
0 Comments