আমাদেরও ইচ্ছা করে - শ্রেয়া দাস



বলি ও মেয়ে তোর লজ্জা করেনা!
বিধবা মানুষের আবার কিসের আয়না?
কেন গো লজ্জা করবে
আয়না ছাড়া কিভাবে মুখ দেখবে?
শোন অভাগী আমরা হলুম বিধবা
ওই সখ আহ্লাদ আমাদের সাজেনা!
কিন্তু আমারও যে ইচ্ছে করে
ওদের মতো কাজল দি চোখের পরে,
আমাদের জীবনের সবটাই সাদা
বলে দেয় পড়নে পড়া ওই থানটা!
আবার নাকি কাজল,
বিধবা জগতে ওসব যে অচল।
আমারও তো ইচ্ছে করে
জীবন সাজাই নতুন ঘরে!
কি বললি মুখপুড়ি?
মৃত্যু পরে বাস হবে তোর নরকপুরী!
সাদা থানে রঙ দেখা?
ওরে সমাজে যে ভীষন বাঁধা!
সাদা মনে রঙ নেই
ওই মুখে তাই সঙ নেই,
পরপুরুষে নজর আমাদের পাপ
কারনটা সমাজ নামক অযাচিত চাপ!
               

You Might Also Like

0 Comments