অপেক্ষা জাহির আব্বাস মল্লিক



জীবন বৃক্ষে ধরা ফুলের ক‌‌‌ুড়ি,
আরো একবার ঝরে গেল কালবৈশাখীর ঝড়ের প্রকোপে।
বৃক্ষস্বরূপ গাছের যৌবনকালে প্রবাহিত আরো
 একটা বসন্ত,
যুবকের কাঁধে বেড়ে ওঠা ডাল পালাগুলি শক্ত ঢালাই সমৃদ্ধ।

পৌঢ়ের প্রথমার্ধে পদার্পনের
অবকাশে কেটেগেল উন্ত্রীসটা
বসন্ত বিলাপ,
ধেয়ে আসে মরুহীন তপ্ত বাতাস,বয়ে যায় শীতল সমুদ্রে
উষ্ণ উপসাগরীয় স্রোত।

মৃত্তিকহীন গাছের দন্ডায়মান, আজ শিকড়ের আলিঙ্গন করা
গভীর নিম্নগামী ভুগর্ভের দিকে।
বেঁচে থাকার প্রবাদে বারির সন্ধানে তপ্ত মাগমার দিকে অগ্রসররত,
অপেক্ষা শুধু আরো একটা বসন্ত বিলাপের।

You Might Also Like

0 Comments