মিলতে চাই - রুনু পাটারী



মিলতে চাই আরও একবার
যেখানে রাত আসে বিজলী বাতির আলোয়,
চাঁদটা ঢেকে যায় উঁচু অট্টালিকায়!
যেখানে ভালোবাসা গুমরে মরে
চার দেওয়ালের গায়ে,
আশাগুলো যেখানে পরিনত হতাশায়
ভালোবাসা যেখানে মুঠোফোন আর ব্যস্ততায়।
মিলতে চাই সেখানেই, সে ভাবেই;
তোর প্রিয় সাজে আর প্রিয় শহরের কালিমায়।
তোর জন্য রাজি সব ছাড়তে
বাঁচব শুধু ভালোবাসায়
মানিয়ে নেবো শহরটাকে
ফেলে আসবো সুখ আশায়
যদি কখনো গ্রামের দিকে তোর মন যায়
দেখবি সেদিন আমার আশারা
আজও তোর নামেই ফুল ফোটায়।

You Might Also Like

0 Comments