পূজো দেব না আমি তোমাদের মন্দিরে,
আমি বিশ্বাস করি না ঐ পোপের চার্চে,
আমি আবার গড়ব নতুন মঠ।
যে মসজিদের জন্য তুমি আমায় খুন কর,
যে মসজিদের প্রবেশে রহিম, আকবর, রাক্লাকে
পদপিষ্ট করে; আমি অস্বীকার করি সেই আল্লাহকে।
আমি সেই মৃতস্তূপ ভেঙ্গে গড়ব নতুন মঠ।
যে মন্দিরে তুমি বসিয়েছ রাজনীতিবিদকে,
যে মন্দিরে মাথা ঠেকাও মহিষের হত্যাকারিণীর কাছে,
নির্বোধ অবোধ অসুরকে দাবার চালে মাত দিয়ে
উলঙ্গ নৃত্তে উত্তাল করে স্বর্গমর্তপাতাল যে ভিখারিনী,
আমি তার কাছে নিজেকে নতজানু করতে অস্বীকার করি।
আমি সেই আস্তাকুড়ে গড়ে তুলব নতুন মঠ।
যে দেবতার ঠুনকো শরীরে নেই কোন জোর,
যার পেশীতে নেই আত্মরক্ষার ক্ষমতা আর বাহুবল,
সে আর যাই হোক, নই আমার রক্ষক আর ঈশ্বর,
ভেঙ্গে ফেলব ঐ ক্রস, গুড়িয়ে দেব রোমের গির্জা।
আমি সেই ধ্বংসস্তুপে আবার গড়ব নতুন মঠ।
4 Comments
Dhoonobad erokom kobita post korar jonno
ReplyDeleteAjker dineo kobir kontho beche achhe
ReplyDeleteKhub bhalo hoyeche.
ReplyDeleteKobike janai sadhubaad
ReplyDelete