আমার বাড়ি এক গ্রামে।
আমার নাম.. থাক জানতে হবে না-
শুধু জেনে রাখুন আমি এক পরিচয়হীন মেয়ে।
খুব দূর্বল ভাবছেন তাই না?
ভাবছেন হয়তো খুব অদ্ভুত আমি।
জানেন আমার বাবা-মা আমাকে খুব ভালোবাসে
আমাকে লেখাপড়া শিখিয়েছেন।
আমি এখন চাকরি করি,শহরে থাকি।
ভেবেছিলাম আমার বিয়ে হবে,
অরুণ আমার অফিসের সহকর্মী।
আমাদের বিয়ে ঠিক হলো জানেন?
ভালোবাসতে চেয়েছিলাম আমি-
কিন্তু কপালে আমার সুখ সৈইলো না।
একদিন আমারা ঘুরতে গেছি অজানা পথে,
অরুণ আমার হাত ধরে বললো-
আমাকে বিয়ের আগেই কাছে পেতে চায়।
রাজি না হতেই আশপাশ থেকে ছুটে আসে---
ওর নোংরা, জানোয়ার বন্ধুরা,
পশুর মতো আমাকে শেষ করে দিলো।
আমার প্রচন্ড চিৎকারে জেগে উঠলো মাটি,
জ্বলতে লাগলো দাবানলের তীব্র দহন---
কিন্তু কেউ শুনলো না আমার কন্ঠস্বর।
আজও আমার কলঙ্কের দাগ আমায় আঘাত করে-
পথে-ঘাটে, অফিসে-আদালতে
আমার পরিচয় বলে কিছু রইলো না,
আমি এক পরিচয়হীন মেয়ে।
2 Comments
😚😚😚😚😚😏😍😍😍😍
ReplyDelete😚😚😚😚😚😏😍😍😍😍
ReplyDelete