জীবনতটে - তন্বিতা রায়



উথালপাথাল কাহিনীগুলো,
আঁচড় কাটে জীবন পাতায়-
মিথ্যে ভরা সত্যিগুলো,
পরে ভাবলে শুধু কাঁদায়।

ভাবনাগুলো বন্দী আজ,
স্তব্ধ আমার ভাষা,
গুমরে থাকা শব্দগুলো-
হাতড়ে বেড়ায় আশা।

শব্দগুলোও ক্লান্ত বড়ো,
খুনে প্রেক্ষাপটে-
অক্ষরগুলো লড়ছে তবু,
আজকে জীবনতটে।

এই অক্ষরেরা ধারালো ভীষণ,
ছন্দ বড়োই সোজা,
আমার আমি-কে চিনবে না তুমি-
বৃথাই তোমার খোঁজা।


You Might Also Like

2 Comments