না পাওয়া - তুলিকা বেরা



না আছে  তার  কোন উপন্যাসের চরিত্র,
না আছে তার টানাটানা কালো হরিণ চোখ ,
না সে কারো কৃষ্ণকলি ,
না সে কারো জীবনের  অক্সিজেন ,
না এ সমাজ তার  ঘন কালো বিদিশার কেশ কে দেয়নি সুন্দরী আখ্যা,
 সে  শুধু অতীতের   অজুহাতেই পড়ে আছে  বর্তমানকে  মেনে নিয়ে ।

You Might Also Like

2 Comments