জন্মদিন - কৌশিক মুখার্জ্জী


নতুনের কাছে নেই কোনো দাবি
ভালবাসায় মোড়া এই সময়ে ভাবি
আগামীর প্রত্যয়ি অঙ্গিকারে
ছিনিয়ে আনবে সেরার অধিকার।
তারই অব্যক্ত স্বরে হবে জয় জয়কার
"কবিতা কুটীর সমৃদ্ধ হবে,রবে শুধু 
লেখার সম্ভার।

You Might Also Like

0 Comments