ছোট একটা জীবন তোমার
একদিন ঠিক শেষ হবে,
সুখ,দুঃখ, মিলে মিশে
জীবন তোমার কেটে যাবে|
থাকবে বন্ধু, থাকবে পরিবার, থাকবে মানুষজনও,
সব কিছু ছেড়ে যাবে একদিন শুধু তুমিও|
পৃথিবীতে এসেছ একা, যাবেও তুমি নিজে একা,
এই দুটির মাঝখানে জীবনটাত পুরো খেলা|
কারোর সঙ্গে ঝগড়াঝাটি, কারোর সঙ্গে ভালোবাসা,
সবকিছুর অন্তে পুরোটা নিরাসা|
যতদিন থাকবে তুমি এই সুন্দর পৃথিবীতে,
কাটিয়ে যাও সুন্দর করে আনন্দ ফুর্তিতে|
জীবনটাতো পুরো আজব যখন তখন শেষ হবে,
কে জানে আজই তোমার শেষ দিন হতেও পারে|
সুখে থেকো, খুশি রেখো, সব আপনজনদেরে,
যতদিন থাকবে তুমি এই পৃথিবীর অন্তরে।
0 Comments