ঠাকুর তোমার জন্মদিনে - কাশ্মীরা দাস



রবিঠাকুর, তুমি ভালো আছো? একলা ছবির ফ্রেমে?
ঠাকুর, দেখ তোমার জন্মদিনে কেমন ভাসছে সবাই প্রেমে!
রবিঠাকুর জানো,
তোমার গানের এমন কদর
পুঁচকি থেকে মধ্য-বুড়ো সবাই রাখে খবর
আর এখন তো যেই সিগন্যালেতে থমকে দাঁড়ায় গাড়ি
তোমার গানের সে অপার মহিমা, না শুনে কি যেতে পারি!
রবিঠাকুর মনে আছে,
লিখেছিলে একসময়, কত রঙিন নাটক
ছোটবেলার রিহার্সাল-এ তখন সময় ছিল আটক
কি সব যেন নাম ছিল তার, "অমল ও দই ওয়ালা"..
জানো কত আনমনা মন, ওভাবেই আকাশ দেখে দুবেলা!
রবিঠাকুর বুঝলে,
"গল্পগুচ্ছে" বাবার প্রিয়, ঐযে খোঁখী বুড়ি
ছোট্ট কচি হাত পা ছিল, পড়ত ডুরে শাড়ি
নাচতে নাচতে আসতো চলে "কাবুলিওয়ালা"-র কাছে,
সেসব ছিল ছোটগল্প, চাপা পড়েছে বইয়ের মাঝে!
রবিঠাকুর শুনছ...
কলিকালের রোমিও অমিত, আছে খুবই একা
ক্লান্ত পথে অনেক হেঁটেও, পায়নি লাবণ্যের দেখা
তোমার "শেষের কবিতা" পুরোনো হলেও তাতে ছিল প্রেমের সুখ!
এখন খালি তাল কেটে যায়; প্যাচ-আপ, ব্রেক-আপ এর অসুখ!!

এতকিছুর পরেও ঠাকুর তুমি রয়েই গেলে জোয়ান
বয়স তোমার যতই বাড়ুক, তবু যুবক তোমার প্রাণ
কলেজপ্রেমিক, বাচ্চা-বুড়ো যেখানে যেই থাকুক-
দুঃখে কষ্টে মনের আনন্দে তোমার সৃষ্টির জাদু..
মন ছুঁয়ে যায়, হৃদয় ভোলায়, পরাণ আনন্দে নাচে
২৫শে বৈশাখ এলেই ঠাকুর.. বাঙালি, রবীন্দ্র-স্মরণে বাঁচে!

You Might Also Like

0 Comments