বোশেখে ঝড় এলে
ছাউনি উড়ে গেলে
তখন চাঁদের ঘর.
নেতারা গুলে খায়
মেঘ ও ভুলে যায়
দহন জীবন ভর.
ওদের জীবন খাতা
অতিশয় সাদামাটা
আঁধারে বিষাদময়.
ওরা সব গোবেচারা
কোথা পাবে মাসোহারা
দেহ মনে ধুম জ্বর.
মিছিলে দেখালে মুখ
কাহারো বাড়বে সুখ
দর দর ঝরে ঘাম.
ওদের মাদের গ্লাস
ভরা থাকে বারোমাস
নেইতো কথার দাম.
সময় সুযোগ হলে
তুলে দেবে মগ ডালে
মূল্য সামান্যই.
পড়ে গিয়ে ঝরে গেলে
ঝেড়ে ফেলে লেজ তুলে
ঠাসা প্রমান কই.
আকাশে মেঘের ঘটা
মাঝে মাঝে রোদ ছটা
তুমিতো বলেছিলে.
ওরা তো সাধারণ
মনেতে নিবারণ
ফেরারি মাঝি হলে.
1 Comments
খুবই সুন্দর হোয়েছে
ReplyDelete