সুখের সাইজ - সায়ন্তী সাধু



কোমর ৩০ ,টি -শার্ট এর সাইজ এখনো xl,
শুধু university তে form fill up  নয় ..সবই নিজের ইচ্ছায় করি .. চাপ নেবেন না ..আমার gender  আমি female ।
ভ্রু কুঁচকে আমাকে 'মেয়ে' বলে পরিচয় দেয়নি বাড়ির কেও ,
তাই ছোট থেকে শুনেছি মাসের সিলেবাস সপ্তাহে শেষ করার কথা ...
Atlaest একটা নতুন jeans মিলবে অনেক চেয়েও...।
তাই ঘরেও বন্ধুর মতো ভাইকে হারিয়ে math করার হুড়োহুড়ি ,
পরীক্ষার ranking এ সুখ খুঁজতাম ,
ঘরে চলতো আত্মীয়দের ফোনে বাবা -মার কাড়াকাড়ি।।
আজকের সেই ফোনের কারণ অন্য ভীষণ ,

কারণ?? Dsp পাত্রের তাড়াতাড়ি ।
আমার ফাইনাল exam এর date ঠিক না হতেই রাত ১২টায় তার মেসেজ এর বাড়াবাড়ি।
তাই আজ সবাইকে আমার reply এর version টা খুব জঘন্য,
কারণ আমার সুখের মানে টা আমার সেই পরিবারের কাছেই অন্য ।
Ac, tv ,fourwheeler  এ লোডশেডিং রাতের ঘামটা আজ হয়েছে পণ্য ।।।
 মায়ের support এখন মধ্যগগনের সূর্য চামড়া কালোর ভয় দেখায়..,
কিন্তু জানে না ,সরলতা আমার ধর্ম ,
রাতারাতি নয় , চটি খসানো  সিঁড়ি বেয়ে ওপরে ওঠাটা  লেখা আছে আমার চরিত্রের সরলরেখায়।

You Might Also Like

0 Comments