লড়াইটাতো নিজের সাথেই,
পরের কি আর দোষ বলো!
এত বুঝেও অবুঝ এ মন.
অন্ধকারেই খুঁজছে আলো!!
কথার কথা সবাই তো দেয়,
রাখার বেলা কেউ থাকে না!
মোহের টানে ছুটছে সবাই,
মনের খবর কেউ রাখে না!!
নামলে আঁধার একলা সবাই,
নিজের ছায়াও সঙ্গ ছাড়ে!
বোকা এ মন তবুও কেমন,
পরকে শুধুই আঁকড়ে ধরে!!
সব পিছুটান ছুঁড়ে ফেলে,
বদলে যাওয়াই এখন রীতি!
বেহায়া মন তবুও দেখো,
ধুঁকছে কেমন আগলে স্মৃতি!!
0 Comments