তুমিই ছিলে প্রথম প্রেম
শুনছো সুরঞ্জনা??
বেকার বলে অামার প্রেমের মূল্য হলো না।
সত্যি করে বলেছি কতো, তুমিই প্রথম তুমিই শেষ।
মাড়িয়ে গেলে স্মৃতির পথ,
সুরঞ্জনা,
এখন তুমি বুঝি
অাছো বেশ??
প্রথম প্রেমে অাবেগ ছিলো
ভালো লাগা অাগলা রশি
কি জানি কি অবুঝ মনের প্রেমের ধরন
বিষাদ ভরা কান্না বেশী।
সুরঞ্জনা,
এখন অামি অনেক বুঝি
বয়সটাও নয়তো কম
সত্যি তোমায় বাসি ভালো, বুঝলে নাতো
এই বেকারের রিক্ত মন।
সুরঞ্জনা,
মনে পড়ে সেই বসন্তে তোমার সাথে
প্রথম দেখা শান্তি নিকেতন।
মাথায় গোঁজা পলাশ ছিলো
দুগাল ভরে লাল হলুদের অাবির মাখা
জিঙ্গাসা করতেই বলেছিলে বসন্ত উৎসবে
সেজেছে অামাদের কলাভবন।
অাকাশ ভেঙে বৃষ্টি নামে, জল থৈথৈ চোখের কোনে
অগাধ সময় হাওয়ায় ভাসে
ঝরাপাতায় এখন অামার বসন্ত অাসে।
সুরঞ্জনা,
পকেট অামার গড়েরমাঠ
তোমার স্বপ্নেরা সব সুখেই থাক।
বেকারত্বের করাল গ্রাসে,ভালবাসা স্বপ্নে ভাসে
যতই তারে ধরতে চায়
নিকোটিনের গন্ধে পালায়।
সুরঞ্জনা,
বসন্ত দিন তোমায় দিলাম অাজ উপহার
চৈত্র মাসের দিন গুলো সব থাক না অামার
সুরঞ্জনা,
সুখে থেকো,
মনের অাকাশ স্বপ্ন দিয়ে ভরিয়ে রেখো
ঘাম চিটচিট বেকার জীবন
খোঁচা দাড়ি কাঁধে ঝোলা
তাতে শুধুই কাব্য লেখা।
0 Comments