বৌটা অন্য কারো - তন্ময় চট্টোপাধ্যায়



সকালবেলা ঝন্টুচরণ বাজার থেকে  এসে
চায়ের কাপে মুখ দিলো যেই বাজনা এলো ভেসে।
আসছে যে ডাক পকেটেরই মুঠোফোনের থেকে
বুঝলোনা কো কে দিল ডাক ফোন করেছে যে কে।
শুনতে পেল ডাকছে যে বৌ বলছে মধুর স্বরে
ক্ষমা ক’রো সব অপরাধ করেছি জীবন ধরে।
এখন থেকে বলবে যা সব শুনবো তোমার কথা
আমার থেকে এই জীবনে পাবে না আর ব্যথা।
বাসবো ভালো সারা জীবন রাখবো নিজের ক’রে
পকেট থেকে পয়সা কড়ি নেবো নাকো চুরি করে।
মিষ্টি মিষ্টি কত কথা বলছিলো সে যে আরও
বুঝলাম এতো রং নাম্বার বৌটা অন্য কারও।

You Might Also Like

0 Comments