মেঘলা দিনে আঁধার করা সাঁজে
যে কথা খানি বলিবার ছিল হয়নি
বলা,মনের মাঝে আজ কিন্তু বাজে।
কত দিন হয়নি একসাথে পথ চলা...
আঁধার রাতের সাথে সখ্যতা বেড়েই চলে
এখন তো শুধুই নিরবতা একা কথা বলে।
সেফালী মাধবীলতা টগর কামিনী জুঁই
আসে আর যায় তারাও আর থাকে কই।
নিরব এ তল্লাটের রাত শুধুই ঝিঁ ঝিঁ র ডাক
পথহারা পথিক কখন ভুলেও নেয় না বাঁক।
তবুও কি একবার তোমার পরবে না মনে
একদিন এখানে তোমারি সাজানো বাগানে।
প্রতিটি গাছে ভোরে থাকত ভোরের ফুল
বিকালে হাওয়া উড়ত তোমার এল চুল।
তোমার আঙুলের শাষনে তার থামলেও
হটাৎ ই অবাধ্য হয়ে উঠত অ কারনে,
বারে বারে চেয়ে দেখতাম অপলকে।
জীবনে আরও বেশী কিছু পাবে এই ভেবে
হারিয়ে গেলে ভীড়ে, নিয়নের আলোতে
হাজার মাইল ঘুরে, তুমি যখন আকাশ ছোঁবে,
ভাবছ অমনি তখন ভবিতব্য বলছে এতো সবই
মেকি ঝুটো গয়নার আসল সোনায় তো ফাঁকি।
স্মিতির নদীতে আমরা সময়ের তরনি বেয়ে
চলেছি কোন মহাশুন্যের পথে ধেয়ে,
এখানে গাছের শাখে ফুলে ফুলে গেছে ছেয়ে।
0 Comments