বৃষ্টিস্নাত বিকেল - শুভ্রজিৎ পোদ্দার



বৃষ্টিস্নাত এক বিকেলে ক্লান্ত আমি, শ্রান্ত আমি,
নীরবে খুঁজছি মোরে, পাড় ভাঙা এক নদীর তীরে।
হারিয়েছিলেম সেদিন মোরে, ঘন কালো মেঘেদের ভীড়ে,
আনমনে আজ খুঁজি নিজেকে, মাঝিদের ওই ভাটিয়ালি গানে।
চলতে থাকি নাম না জানা এক নদীর, সম্মোহনীর টানে!
উপলব্ধি করি আজ হারিয়েছে যে আমি, আদপে ছিল সে কতখানি দামী।

You Might Also Like

0 Comments