সঙ্গী - সত্য মোদক



কখন যেন মনের অজান্তে
তাকে বুকের মাঝে জাপটে
ঘুমিয়ে পরেছি
চোখমেলে তাকেই দেখেছি
আদর করেছি
রেগে গিয়ে ছুড়ে ফেলেছি
মুখে গ্রাস তুলতে তুলতে
পৃষ্ঠা উলটেছি
ভেছা চোখের আধাঁর ঘনার মাঝে
সুনীল,শীষেন্দু,নারাণ,প্রচেতরা
উকিমেরেছে
ক্ষত বিক্ষত জীবন
মুষড়ে যাওয়া মনকে
সংগ্রামীকরে তুলেছে
সাহস জুগিয়েছে পথের সন্ধানে৷
আপনকরে যে নুড়িকে
রাখতে চেয়েছিলাম সাথে
তাকে খোয়ানোর বোবাকান্না
না পাওয়ার অপ্রকাশিত যন্ত্রণা
বুঝে ছাপার অক্ষরগুলি ফুঁপিয়ে
উঠেছিল নীরবে
গভীরতা বাড়িয়ে সান্তনায়
আবদ্ধ রেখেছে মনের অজান্তে
আমাকে তো রেখেছে সে-ই
পথের সন্ধানে আজ...

You Might Also Like

0 Comments