হাতি ও হল্লাপার্টি।সুড়িপথে ছায়া ফেলা
সজারুরা
বাঘের জ্বলন্ত চোখে চোখ
রাখতে গিয়ে খেই হারিয়ে
ফেলি
করাতকলের সামনে দাঁড়িয়ে আমি
শূন্য হতে থাকি
সিমেন্টের চাতালে ধান খুঁটে খাওয়া
পাখি
বনমোরগের ঝোল খাবো
নিজের মতন হেঁটে যাবো
অরণ্যপথে
বলপেনে ব্যালাড লিখি
শোকের পোশাকের রঙ কালো
পিয়ানো উজ্বল হয়,পিয়ানোটি বাদাম
কাঠের
ডিনারে ক্যান্ডেললাইট
চোরাস্রোতের মুখে আমি এক বালির
বাঁধ
হরিণের পিঠে বাচ্চা ময়ূর
কাঠের বাড়ির সিঁড়িতে পড়ে থাকছে
মনখারাপ
আমার সমস্ত অসুখ সেরে গেলে
আবার ফিরে আসবে বজ্রবিদ্যুৎ সহ
বৃষ্টি
0 Comments