ছোট্ট বেলা থেকে আমার খুব শখ,
একটা বাড়ি বানাবো চাঁদটা কে ছুঁয়ে|
মন চাইলেই ছাদের গা ঘেঁষে দাঁড়াবো|
ইচ্ছে মতো যখন খুশি চাঁদের সঙ্গে
খেলতে যাব|এক্কা-দোক্কা,সাপ লুডো,
মন যখন যা চায়|
দিনের বেলায় খুব মজা হবে,
চাঁদের বুড়ির সঙ্গে চরকা কাটবো
আর বিকেল হলেই বেরিয়ে পড়ব
চাঁদের সঙ্গে, ছায়া পথ ধরে|
অবশ্য সন্ধ্যার আগেই ঘরে ফিরবো
কেননা সন্ধ্যা হলেই চাঁদকে আবার
আলো দিতে হবে,আর আমিও
সেই সময় মায়ের কাছে বসে
পড়া করে নেব| তার পর রাত যখন
একটু বাড়বে,তখন আবার
ছাদে গিয়ে দাঁড়াব|
ছাদের কার্নিস বেয়ে পৌছে যাব
চাঁদের কাছে|সারা রাত ধরে
চাঁদের আলোর ঢেউয়ে ভেসে বেড়াবো|
জোৎস্না হয়ে ঝরবো গাছের
পাতায় পাতায়,ডালে ডালে,মঞ্জরীতে|
মাঠ ঘাট,ক্ষেত,রাস্তা,ঘরবাড়ি
সবাই কে স্নান করিয়ে দেব|
ভোরের আলো ফোটার আগেই
মায়ের পাশে এসে চুপটি করে
ঘুমিয়ে পড়ব|
একটা বাড়ি বানাবো চাঁদটা কে ছুঁয়ে|
মন চাইলেই ছাদের গা ঘেঁষে দাঁড়াবো|
ইচ্ছে মতো যখন খুশি চাঁদের সঙ্গে
খেলতে যাব|এক্কা-দোক্কা,সাপ লুডো,
মন যখন যা চায়|
দিনের বেলায় খুব মজা হবে,
চাঁদের বুড়ির সঙ্গে চরকা কাটবো
আর বিকেল হলেই বেরিয়ে পড়ব
চাঁদের সঙ্গে, ছায়া পথ ধরে|
অবশ্য সন্ধ্যার আগেই ঘরে ফিরবো
কেননা সন্ধ্যা হলেই চাঁদকে আবার
আলো দিতে হবে,আর আমিও
সেই সময় মায়ের কাছে বসে
পড়া করে নেব| তার পর রাত যখন
একটু বাড়বে,তখন আবার
ছাদে গিয়ে দাঁড়াব|
ছাদের কার্নিস বেয়ে পৌছে যাব
চাঁদের কাছে|সারা রাত ধরে
চাঁদের আলোর ঢেউয়ে ভেসে বেড়াবো|
জোৎস্না হয়ে ঝরবো গাছের
পাতায় পাতায়,ডালে ডালে,মঞ্জরীতে|
মাঠ ঘাট,ক্ষেত,রাস্তা,ঘরবাড়ি
সবাই কে স্নান করিয়ে দেব|
ভোরের আলো ফোটার আগেই
মায়ের পাশে এসে চুপটি করে
ঘুমিয়ে পড়ব|