চলো না, কোনো এক বেদুইনদের শহরে হারিয়ে যাই!
ওখানে কোনো বাঁধা ধরা ঘড়ির কাঁটা তোমার ঘুম ভাঙাবে না,
অফিস কাছারি সব নেহাতই নামমাত্র;
পরিচিত ভিড়ের ডাকে আমায় ছেড়ে যাওয়ার ভয় নেই;
হঠাৎ বৃষ্টিতে তোমার সাথে সমস্তটা ভিজে যাওয়ার বারণ ও নেই!
জানা অজানায় তোমায় ছুঁয়ে দেখায় মানা নেই!
দুটো আঙুলের বাঁধনের ফাঁকে ভোরের শিশির এসে ভিজিয়ে দিক;
রবির প্রথম সোনার ঝলকে শিশির টা তোমার আমার নাম লিখে যাক ঘাসগুলোর গায়ে!
ডানা ভেজা জলফড়িং টার আলতো ছোঁয়ায় আমার চিবুকে বিন্দু বিন্দু জল রেখে যাক
চুম্বনের দাবি!
বিশ্বাস করো, এই সংগোপন কারোর জানা নয়!
অকারণের আবদার মাত্র;
কাপ-প্লেটের ঘ্যানঘ্যান, রাস্তার হাজার ও শব্দদূষণ, ল্যাপটপের ওই একঘেয়ে ঠিকরে আসা সাদা আলো, কিচ্ছু নেই!
ওখানে একটা আকাশ থাকবে খালি;
রাতের বেলায় থাকুক একটা জমাট করা কালো;
ঘর বাড়ি ইঁট পাথরের নির্বাক পঙ্গুত্ব নেই;
আছে একটা সবুজ প্রশান্তি;
আর একটা মস্ত অন্ত হীন !
এর ই মাঝে তোমার ওই কাঁধে আমার নির্ঘুম চোখের জলটা যখন একটু জায়গা খুঁজে নিয়েছে--
তখন আদিম শুকতারা টা আবার বলে যাক, তুমি কেবল আমারই,
সে হলাম না হয় তুমি আমি বেদুইন!
0 Comments