সৃষ্টির উল্লাসে রঙ তুলি
বোলাতে ব্যাস্ত সৃষ্টিকর্তা
কার জন্য সৃষ্টি -----
সে কি কেবল নিজের তাগিদে ?
তাগিদ বড়ো বালাই :
এর পিছনেই যত রহস্য
ভালোলাগা ভালোলাগানো
এই নিয়েই চলছে খেলা
এক সময় খেলা আর খেলা থাকছে না l
জন্ম নিচ্ছে স্বার্থ -----
হতে পারে ক্ষুদ্র অথবা বৃহৎ
লক্ষ্য কিন্তু অমরত্ব l
অমরত্ব আবার এমন এক মোহ
যা কেবলই ক্রমবর্ধমান
বাড়তে বাড়তে ছেদ আসে
একসময় হটাতই ----
এর নামই বোধহয়
আবহমানের পুনরাবৃত্তি
নামহীন।
0 Comments