অফিসের 'আশিস' বাবু,
পাড়ায়-পরিবারে 'দুলু'।
তাঁর পুত্র -'রাহুল', 'রাজ'
আর রয়েছেন স্ত্রী- 'বুলু'।
পরিবারে,পাড়ায়,ক্লাবে
আসলে কোন সমস্যা।
এত চিন্তা করছ কেন?
দুলুদাই মোদের ভরসা।
পুজো, খেলা, অসুস্থতা,
সকল বিষয়ে উদ্যোগী।
ওনার মত পায়নি তো,
এমন নিঃস্বার্থ সহযোগী।
যতদিন ছিলেন তিনি,
পেয়েছি তাকে পাশে।
নিন্দুকেরাও সানন্দে,
তাঁকে তো ভালোবাসে।
পরোপকারী তিনি, কর্মে
সদাই তো থাকতেন ব্যস্ত।
রোগশয্যায় নিভল প্রদীপ,
বেদনা হয় অশ্রুতে ব্যক্ত।
কর্মজীবনে ছিলেন কর্মঠ,
ছিল না তো কোন ক্লান্তি।
ওনার বিদেহী আত্মার,
কামনা করি চিরশান্তি।
'১৬ই জুলাই' বছরপূর্তি,
কেটে গেছে বারো মাস।
কাজের ব্যস্ততা মাঝেই
প্রিয়জনদের দীর্ঘশ্বাস!
হৃদয়ের গভীরে বেদনা,
রয়েছে বেদনার্ত স্মৃতি।
ভুলতে চেয়েও পারে না,
হয় নাতো এসবের ইতি।
পরলোকে গমন করলেও
তিনি যেন মোদের মাঝে।
ওনার বিষয়ে আমাদের,
সত্যি গর্ব করাই সাজে।
বাৎসরিক কাজ সম্পন্ন,
নতুনরূপে শুরু সংসার।
সুখ, আনন্দ সবকিছুতে
ভরে উঠবে তো আবার।
0 Comments