ন্যায়দণ্ড - রণবীর পাঁজা


ছেলেটা প্রচণ্ড ভুল করেছিল,
বাইক চুরি করে।
প্রমাণ সত্যিই প্রয়োজন ?
রহিম হলে পরে।

কুকুর হইতে মহামানব,
সবাই যোগাসনে ব্যস্ত ।
দাও যদি "পোস্ট" ফেসবুকে,
কাদা ছোঁড়াছুঁড়িতে এরাই চোস্ত  ।

শপথ নিলেন সম্রাট,
বৃহত্তর গণতন্ত্রের দামামা বাজিয়ে।
পাচ্ছে কৃপাপার্থীরা সুবিচার,
হাঁড়িকাঠে মাথা গলিয়ে ।

ছেলেটা আসলে ভুল করেছিল,
বাইক চুরি করে।
ক্ষমা করা কি যেত না ?
মানবতার খাতিরে।





You Might Also Like

0 Comments