বাজে না সেতার - সুমন ঢালী



প্রশমিত হৃদয়ে যন্ত্রণার তীর বিঁধেছিল
নির্লজ্জ প্রেমিকা ছদ্মবেশী রুপ নিয়ে।
নূপুরের শব্দে শিহরণ জাগাত হৃদ মাঝারে,
আর বিনিদ্র হতাম মৃদু নিঃশ্বাসের আঘাতে।

আজ আর মনে নেই সেই বাদ্যযন্ত্রের সুর
 নিঃশ্বাসের শব্দও ক্ষীন হয়ে আসে,
আলোর অস্পষ্টায় জ্বলে না মায়ার প্রদীপ,
 বাজে না সেতার সংগীত এর তালে।

তাই আজ সন্ধার জনস্রোতে অকুণ্ঠচিত্ত হৃদয়
খোঁজে না নিরিবিলি রাতের আশ্রয়।
তবে থেমে নেই ভালোবাসা তোমার প্রতি,
সে তো বেঁচে আছে দু-নয়নের অশ্রুধারায়।

You Might Also Like

0 Comments