মাতৃবিদায় - বৃন্দাবন ঘোষ


বলছি শোনোএকটা কথা আসছে মহাপুজো,
মা দুর্গার আগমনে সবাই খুশিতে মজো,
মা আসবেন কৈলাস থেকে সাথে কার্তিক লক্ষী,
সরস্বতী আর শ্রীগণেশ এখানেই তারশেষ কি?
মা দুর্গারসিংহবাহন সে  না এলে চলে?
অসুর কে বাদ যদি দাও জমবে না তাহলে।
গণেশের বাহন ইঁদুর হংস স্বরস্বতীর
কার্তিকের বাহন ময়ূর পেঁচা হলো লক্ষ্মীর।
মা দুর্গাদশটি হাতে দশপ্রহরন ধরেন,
ত্রিশূল দিয়ে অসুরকে যে দুর্গা মা বধকরেন।
কার্তিক তো চিরকুমার গণেশের কলা বউ,
মনে হয় এই ব্যাপারটা অজানা নয় কেউ।
দুর্গা মাকে দেখতে আসে হাজার হাজার ভক্ত,
মাকে দেখে হয় তো তারা ভক্তিভাবে লিপ্ত।
মা মাত্র চারটি দিন থাকেন এ ধরায়,
মায়ের বিদায়েশত লোকের অশ্রু দেখা যায়।।

You Might Also Like

0 Comments