ভোরের আলো মেখে বাসে উঠে বেড়িয়ে পড়া...
একটা নগ্ন সকাল আমার পোশাক ধার চায়।
আমি অজান্তেই সবটুকু সঁপে দিই যাযাবরী কলিজায়।
আমার শরীরে-মনে-প্রাণে শহুরে মানুষটির
সফিস্টিকেশনের উগ্র গন্ধ লাগবে ভেবে ভীত!
এমনসময় রঙরুটের মানুষটা জোনাকি হয়ে এল আমার ওড়নায়...
একরাশ আনন্দ আর পুনরুজ্জীবনের মন্ত্র দিয়ে আমার কানে,
আবারও চলে গেল শহুরে দুনিয়ায়।
0 Comments