মনের মানুষ - সুস্মিতা বোস



ভোরের আলো মেখে বাসে উঠে বেড়িয়ে পড়া...
একটা নগ্ন সকাল আমার পোশাক ধার চায়।
আমি অজান্তেই সবটুকু সঁপে দিই যাযাবরী কলিজায়।
আমার শরীরে-মনে-প্রাণে শহুরে মানুষটির
সফিস্টিকেশনের উগ্র গন্ধ লাগবে ভেবে ভীত!
এমনসময় রঙরুটের মানুষটা জোনাকি হয়ে এল আমার ওড়নায়...
একরাশ আনন্দ আর পুনরুজ্জীবনের মন্ত্র দিয়ে আমার কানে,
আবারও চলে গেল শহুরে দুনিয়ায়।

You Might Also Like

0 Comments