অকৃত্রিম ভালোবাসা দিয়ে ছোট্ট কুটির গড়া
খড়িমাটির আলপনা ছোঁয়া হেমবর্মে মোড়া ।
উঠোন ঘিরে ছায়ার মায়ায় জামগাছ লিচুগাছ
চড়ুই পাখির চু-কিতকিত ফিঙে পাখির নাচ।
পুবের অহিমরশ্মি যখন ছড়ায় পুকুরধারে
আধফোটা শালুকদলে শিশির চুঁইয়ে পড়ে।
ধানের গোলায় প্রমাদ গোনে সিদ্ধিদাতার বাহন
গাঁয়ের বধু শোনায় ডেকে নবান্নের সাতকাহন।
সত্যি এমন মনোরম এক বাটীর খোঁজ পেলে
যক্ষপুরীর দুয়ার ভাঙার গান বাঁধবো হৃদয় ঢেলে।
0 Comments