১৬ ই জুন করবেন
পিতৃ দিবস পালন?
ছেলে- পিতা- বৃদ্ধ
হওয়া করি বর্ণন।
একটি ছোট্ট ছেলে
লালনে ওঠে বেড়ে।
গড়ল নিজ সংসার
মেয়েকে বিয়ে করে।
কয়েক বছর বাদে
হল সন্তানের পিতা।
যুগল জুটি ভাঙল,
একি করল বিধাতা!
ছেলে-মেয়ের বাপ
করল সব কর্তব্য।
সন্তানরা প্রতিষ্ঠিত,
এবার বাপ হল বৃদ্ধ।
বৃদ্ধকালে কি বৃদ্ধাশ্রমে?
সাদরে রহে পরিবারে।
বৃদ্ধের জন্মদিন পালন
হয় সন্তানের উপহারে।
শয্যাশায়ী হলেও তো
পায় বৃদ্ধ আদর যত্ন।
জীবনে অপার সুখ,
সন্তানেরা সত্যি রত্ন।
নিজের প্রিয় পরিবার
নিয়ে ভরাট সংসার।
বিপ্তনীক বৃদ্ধের তো
সংসারে দরকার।
সুখের সংসারে পূরণ
বৃদ্ধের শতবর্ষ বয়স।
সন্তানরা শ্রদ্ধায় করে
পালন "পিতৃ দিবস"।
0 Comments