দাবদাহ - ঝর্ণা সরদার



প্রকৃতির ঋতু রঙ্গচক্রে
গ্রীষ্মের আগমন হয়,
বসন্তের সকলি মধুরিমা হরি
করাল মূর্তি লয়।

দিকে দিকে ওই
প্রান্তর ধূ ধূ চৌচির কাতরা,
অমৃত সুধার তরে ধরণী
আজিকে পাগল পারা।

তপন তাপে দগ্ধ বসুধা
চারিদিক খাঁ খাঁ করে,
পথে ঘাটে বাটে পথিক সকল
তৃষ্ণায় ফেটে পড়ে।

প্রখর তাপে লু বয়ে যায়
তন মন জ্বালা ময়,
অসহনীয় এ দাবদাহে
কত প্রাণহানি হয়।

প্রকৃতি যেন রুক্ষ আজিকে
শ্যামলিমা হারায়,
মূক প্রানীরা জলাভাবে পথে
অচেতন পড়ে রয়।

এ.সি .কুলার ফ্রিজ চলেনা
যে দীনের গগন তলে,
দিবানিশি যেন শরীরে তাদের
বহ্নিশিখা জ্বলে।

পুষ্প পত্র বৃক্ষ শাখে
নাই কো খুশির দোল,
জন মানব পশু পক্ষী কূলে
ত্রাহি ত্রাহি শুধু বোল।

কোকিলের ওই
কুহু কুহু তান নাই কো আজি মনে,
তন মন প্রাণ শ্রান্ত আজিকে
সূর্যদেবের অগ্নিবাণে।

হারিয়ে গেছে সুরমূর্ছনা
তপ্ত চৈত্র বেলায়,
অনলবাণে হৃদে যেন বাজে
ক্ষমা করো এই বেলা।

বিভীষিকাময় প্রকৃতির রূপ
আজি হেরিতে আর নারি,
তৃষিত ধরারে সিক্ত করিতে
নামুক বর্ষা বারি।

You Might Also Like

0 Comments