আনুবীক্ষণিক প্রেম - অঙ্কিতা দে


সমাজ আজ মত্ত প্রেম নামক খেলায়,
মন দেওয়ার আশায়,
হেরে গিয়েছি প্রেমের প্রতিযোগিতায়
ভালোবাসতে পারিনি হয়তো।
তাই বোধহয় পেলাম না মন,
আজও মন খুঁজে চলেছি,
সঙ্গী আমার অণুবীক্ষন।।

You Might Also Like

0 Comments