ইচ্ছেডানা - মৌসুমী পাল




দিনের শেষে মিষ্টি হেসে, চাঁদ তারা রা যখন উঁকি মারে,
উচাটন মন তখন খুঁজে নেয় নিরবতা,
যদি যেতে পারতাম ছুট্টে তার কাছে!
এ মন তো চায় তাঁকে ছুঁতে,
একটিবার তাঁর স্পর্শ পেতে,
তার স্নিগ্ধ গন্ধ মাখতে সারা শরীরে,
এ মন আমার নিরবে কাঁদে,
এ চোখে তখন শ্রাবণ ঝড়ে,
যদি আমার ডানা থাকতো, তবে মেলে দিতাম ঐ আকাশ পানে,
দুর থেকে দুরে- বহু দুরে
হারিয়ে দিতাম নিজেকে ঐ চাঁদ তারা দের ভীড়ে।।

You Might Also Like

0 Comments