জীবন ও মাটি - ছাব্বির আহমেদ



জীবন এক অদ্ভুত রহস্য,
ক্ষনিকের দৃষ্টিতে ধরণী লাগে সাদা তুলোর ন্যায়।
জীবনের শেষ পরিণতি মাটি,
মাটি ও জীবন এক অঙ্গাঅঙ্গি সম্পর্ক,
একে অপরের পরিপূরক।
কেউ কারো ঋণ এর বোঝা মাথা রাখতে  চাইনা।
মাটিতে সৃষ্টি আবার সেই মাটিতেই মিশে যায়।

জীবনের প্রাণ পাখি যেদিন বিকল হবে,
সেদিন নিথর খানি সামান্য মাটির ভিতর নিমজ্জিত হবে।
আর সেখানেই শুরু হবে যাত্রা মাটির ঋণ পরিশোধ করার।
প্রকৃতি নিয়মে চলতে চলতে আবার সেই মাটি থেকে জন্মাবে নতুন গাছ, তৈরি হবে নতুন প্রাণ।

You Might Also Like

0 Comments