চল বন্ধু আবার একমুঠো রোদ্দুর কুড়োই,
রাতের আকাশে অবিরাম তারা গোনা
আমাদের সেই পুরানো গল্পকথা খেলা।
চল না আবার একবার হারিয়ে যাই ঠিক আগের মতো।
জীবন স্রোতের জোয়ার-ভাঁটা কখনও পলি ফেলে করেছে উর্বর
কখনও বা গ্রাস করেছে সর্বস্ব।
কতকটা যেন দুজনেই আঁকড়ে ধরে রেখেছি,
যে গল্পটা বছর পুরানো তাকে ভাসতে দেই নি স্রোতের টানে।
মুক্ত আকাশের স্বপ্নে বিভোর যে পাখি ওড়া ভুলেছিল অনভ্যাসে,
তাকে ডানা মেলতে শিখিয়েছিস তুই নির্ভয়ে...
সেই কোন ছেলেবেলায় ঘুমুরের প্রতিধ্বনিতে তালে তাল মিলিয়েছিল যে দু-জোড়া পা,
জীবনের প্রতিটি পদে তা ছন্দ পরিবর্তন করেছে একসাথে।
বন্ধু ফিরবি আর একটিবার,ব্যস্ততা ভুলে আবার বানাবো আমাদের পুরানো শিশমহল।
ফিরে দেখ মাঝপথে ফেলে আসা কিশোরী দুটি আজও আমদের অপেক্ষায় বসে।
0 Comments