স্বপ্ন স্মৃতির জীবন - দেবাশীষ সরকার



মেঘ ছুঁয়ে ছুঁয়ে বেঁচে থাকার স্বপ্নেরা
আজও পাইনি ঠিকানা,
কত পথ হেঁটে এসেও  পথ যে  রয়ে গেল  অচেনা l 
রং- ছায়ার মাঝে  বুক ফাটা কান্নারা
জেনে নেয় জীবনের মানে l 
জীবন নোঙ্গর টানে  জীবন ছুটে আসে
খড় কুটো  চাপা জীর্ণ ভিটায়  l 
আলগোছা চুলের ফাঁকে সোহাগী আঙুলের ঘ্রান
বেলা শেষে চেটে পুটে খাওয়া  ,
চোখের পরতে পরতে সাদা কালো ছবি গুলো
মনের কোণেতে  জ্বালে রং মশাল l 
সূর্যের ওঠা নামা প্রহর গুনে  গুনে
জীবন জানে না এ খেলা ,
নির্জন ঢাল বেয়ে শুধুই  গড়িয়ে চলা
বেনামি দ্বীপের  দিকে l

You Might Also Like

0 Comments