মা - মৌসুমী পাল



যখন একাকিত্ব গ্রাস করে,
তখন এই দুচোখ শুধু তোমায় খোঁজে মা,
যখন নিজেকে অসহায় মনে হয়,
তখন এই মন শুধু তোমায় খোঁজে মা,
যখন একলা রাতের অন্ধকারে ঘরে ফিরি,
তখন এই হাত তোমার হাত ধরতে চায় মা,
যখন ক্লান্ত আমি হাপিয়ে উঠি
তখন এই শরীর তোমায় পাশে পেতে চায় মা,
যখন শ্রান্ত আমি শুয়ে থাকি ঘুমের অপেক্ষায়,
তখন আমার মাথার চুল গুলো তোমার হাতের ছোঁয়া পেতে চায় মা,
এই ব্যস্ত কঠোর পৃথিবীতে নিজেকে বড্ড একা লাগে মা।।

You Might Also Like

2 Comments