ভালোবাসার শহরে - বিজ্ঞপ্তি



-: বিজ্ঞপ্তি :-

কবিতা কুটিরের নতুন নিবেদন

অঙ্কুর মজুমদার সম্পাদিত প্রেমের কবিতা সংকলন

"ভালোবাসার শহরে"

১। প্রতি লেখকের জন্য এই সংকলনে একটি পাতা বরাদ্দ থাকবে।

২। ১টি কবিতা শুধুমাত্র মেইলবডিতে টাইপ করেই পাঠাতে হবে। কবিতার সাথে লেখক/লেখিকার নাম, ঠিকানা ও ফোন নম্বর দেওয়া আবশ্যিক।

৩। কবিতার পংক্তি ২৫-এর মধ্যে হতে হবে। এর বেশি পংক্তির কবিতা গ্রহণ করা হবে না।

৪। বানান এবং ব্যাকরণের দিকটি লক্ষ্য রাখতে হবে।

৫। আগে প্রকাশিত কোনো লেখা দেওয়া চলবে না।

৬। প্রত্যেক লেখককে/লেখিকাকে একটি বই নিজ খরচে সংগ্রহ করতেই হবে। লেখা মনোনীত হলে বইটির মূল্য বাবদ ১৫০/- টাকা অগ্রিম জমা দিতে হবে।

৭। সংকলনটি ক্যুরিয়ার মাধ্যমে পেতে হলে, ক্যুরিয়ার খরচ আলাদাভাবে লেখককে বহন করতে হবে।

৮। পেপারব্যাক কভার হবে।

৯। কবিতা মনোনীত হওয়ার পরে প্রত্যেককে ফোন করে জানানো হবে।

১০। কবিতা গ্রহণের শেষ তারিখ ৭-ই মার্চ, ২০২০। কবিতা গ্রহণের মেয়াদ বাড়ানো হলে ফেসবুক এবং ওয়াটসঅ্যাপ মাধ্যমে বিজ্ঞপ্তি  দেওয়া হবে।

লেখা পাঠানোর ঠিকানা:

kabitakutirofficial@gmail.com

যোগাযোগ - ৮২৮২৯৪০৪৯১

বি:দ্র: - সংকলনটি প্রকাশিত হবে ১৮ ই এপ্রিল, ২০২০, শনিবার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে।

You Might Also Like

0 Comments