অসহায় বই - সুকান্ত দাস



"কেউ আছো শুনতে পারছো আমার কথা
এই অন্ধকার আলমারিতে কেন রেখেছো আমায় অযথা
আমার নিশ্বাস বন্ধ হয়ে আসছে,আমায় বাঁচাও
কথা দিচ্ছি তোমার নিঃসঙ্গতা দূর করবো আমি,শুধু একটি বার হাত বাড়াও
অন্ধকার আলমারি থেকে বের করে, নিজের মনে জায়গা দাও
অসহায় বই টিকে একটু নিজের হাতে তুলে নাও"।।

You Might Also Like

0 Comments