প্রচ্ছদ বিষয় বিভাগ:
বিষয়: কলকাতার হাতে টানা রিকশা
১। ১টি প্রবন্ধ বা অ্যাবস্ট্রাক্ট ধাঁচের লেখা মেইলবডিতে টাইপ করে পাঠাতে হবে।
লেখক/লেখিকার ঠিকানা ও ফোন নম্বর দেওয়া আবশ্যিক।
২। বিষয়বস্তু সম্বন্ধে অবহিত হয়ে লেখা পাঠাবেন।
৩। প্রবন্ধের ক্ষেত্রে শব্দসংখ্যা ১০০০ এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে ৫০০ হতে হবে। এর বেশি শব্দের লেখনী গ্রহণীয় হবে না।
৪। বানান এবং ব্যাকরণ-এর দিকটি লক্ষ্য রাখতে হবে।
৫। আগে প্রকাশিত কোনো লেখা দেওয়া চলবে না।
৬। লেখনী মনোনীত হওয়ার পর ইমেল মাধ্যমে/ফোন করে/মেসেজ করে জানানো হবে।
সাধারণ বিভাগ :
১। ১ টি অণুগল্প/কবিতা মেইলবডিতে টাইপ করেই পাঠাতে হবে।সঙ্গে লেখক/লেখিকার নাম, ঠিকানা ও ফোন নম্বর দেওয়া আবশ্যিক।
২। যেকোনো বিষয়েই লেখা পাঠানো যাবে।
৩। অণুগল্প ৪০০ শব্দের মধ্যে এবং কবিতা ৩০পংক্তির মধ্যে হতে হবে। এর বেশি শব্দের বা পংক্তির লেখনী গ্রহণ করা হবে না।
৪। বানান এবং ব্যাকরণ-এর দিকটি লক্ষ্য রাখতে হবে।
৫। আগে প্রকাশিত কোনো লেখা দেওয়া চলবে না।
৬। দুই বিভাগেই লেখা পাঠানো যাবে।
৭। কবিতা/অণুগল্প মনোনীত হওয়ার পর ইমেল মাধ্যমে/ফোন করে/মেসেজ করে জানানো হবে।
লেখা পাঠানোর ঠিকানা : kabitakutir2020@gmail.com
লেখা পাঠান ১১ই জানুয়ারি, ২০২০ -এর মধ্যে। সময় অতিক্রান্ত হওয়ার পরে লেখা কোনোভাবেই গ্রাহ্য হবে না।
0 Comments