-: বিজ্ঞপ্তি :-
কবিতা কুটিরের নতুন নিবেদন
কবিতা সংকলন
১। প্রতি লেখকের জন্য এই সংকলনে একটি পাতা বরাদ্দ থাকবে।
২। ১টি কবিতা শুধুমাত্র মেইলবডিতে টাইপ করেই পাঠাতে হবে। কবিতার সাথে লেখক/লেখিকার নাম, ঠিকানা ও ফোন নম্বর দেওয়া আবশ্যিক; এবং সাবজেক্ট-এর স্থানে অবশ্যই 'কবিতা সংকলন ৩' লিখে মেইল করতে হবে।
৩। কবিতার পংক্তি ২৫-এর মধ্যে হতে হবে। এর বেশি পংক্তির কবিতা গ্রহণ করা হবে না।
৪। বানান এবং ব্যাকরণের দিকটি লক্ষ্য রাখতে হবে।
৫। আগে প্রকাশিত কোনো লেখা দেওয়া চলবে না।
৬। প্রত্যেক লেখককে/লেখিকাকে একটি বই নিজ খরচে সংগ্রহ করতেই হবে। লেখা মনোনীত হলে বইটির মূল্য বাবদ ২০০/- টাকা অগ্রিম জমা দিতে হবে।
৭। সংকলনটি ক্যুরিয়ার মাধ্যমে পেতে হলে, ক্যুরিয়ার খরচ লেখককে বহন করতে হবে।
৮। পেপারব্যাক কভার হবে।
৯। কবিতা মনোনীত হওয়ার পরে প্রত্যেককে ফোন করে জানানো হবে।
১০। কবিতা গ্রহণের শেষ তারিখ ৫-ই ডিসেম্বর, ২০১৯। কবিতা গ্রহণের মেয়াদ বাড়ানো হলে ফেসবুক এবং ওয়াটসঅ্যাপ মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
১১। সংকলনটি প্রকাশ পাবে ৪ই জানুয়ারি চুঁচুড়া ২০২০ লিটিল ম্যাগজিন মেলাতে। বইটি পাওয়া যাবে ৪ই এবং ৫ই জানুয়ারী, টেবিল নাম্বার ১১, কবিতা কুটির স্টলে।
লেখা পাঠানোর ঠিকানা:
kabitakutir2019@gmail.com