কবিতা কুটির নিবেদিত ঘরে বসে কবিতা পাঠ প্রতিযোগিতা








কবিতা কুটির নিবেদিত ঘরে বসে কবিতা পাঠ প্রতিযোগিতা

-: নিয়মাবলি :-
☞ ফোনে কবিতা পাঠের ভিডিও রেকর্ডিং করে  আমাদের হোয়াটসঅ্যাপ করুন।
☞ কবিতাটি ফোনের ফন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরায় রেকর্ডিং করে দিতে হবে।
☞ ভিডিও রেকর্ডিং-এ কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যাবে না।
☞ ভিডিওটি রেকর্ডিং করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8282940491 নাম্বারে পাঠাতে হবে সঙ্গে কবির নাম, কবিতার নাম এবং যে কবিতা পাঠ করছে তার নাম আমাদের দিতে হবে।

Whatsapp Link - https://wa.me/918282940491

☞ ৫ মিনিটের উর্ধ্বে রেকর্ডিং এর ভিডিও পাঠানো যাবে না।
☞ প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কৃত করা হবে।   

আপনারা সচেতন হোন এবং নিরাপদে থাকুন 🙂

You Might Also Like

0 Comments