ডুপ্লিকেট চাবি - সুতপা ঘোষ

    

মাথার উপর দুপুর গ্রীষ্মের সূর্য, 
হীরক দ্যুতি  ছড়ায় রিমিঝিম ঘামে।
চাবির গোছা নিয়ে এলে হাটের মাঝে, 
জড়ো হল অচল তালা গোছার মুখে। 
দক্ষ হাতে কর সমাধান, দাও তুলে     
মাপ নিয়ে কেটে  কর সচল এ তালা, 
নকল যুগে নকল চাবি, মুক্ত তালা।
অর্থ নিয়ে কষিয়ে দিলে চাবুকা ঘাত, 
ভীষণ মজা পেলে তুমি এই খেলায়, 
উদর পূরণ অভিনয়ের  মেলায়। 
ফুরসত নেই ছেড়ো না, বোকা পেটুক     
দু মিনিটে হাতের জাদু হল কামাল। 
পড়ে থাকা বাঁশি নকল চাবি দণ্ডের, 
নখের পেলবে শিস দিয়ে জেগে ওঠে।  

You Might Also Like

0 Comments