Poem ফুল ফুটেছে - সৌরভ রায় September 13, 2019 By Kabita Kutir 0 Comments ফুল ফুটেছে বাগান তলে.সুভাসের নাই শেষ,.সবুজ মাঠে রুপ মিশিয়ে.আছে মধুর বেশ ।.সোনামনিরা ফুলের সাজে.আনন্দের মাঝে ভাসে,.ফুলকে সাথে নিয়ে রোজ.হাজার খেলায় হাসে ।.ফুল ফুটেছে মান বেড়েছে.সোনালী বাংলার বুক,.রঙ্গিন হাওয়া ছুঁয়ে গেছে.সকল মানুষের সুখ । Share