পাহাড়,পাহাড়,পাহাড়
আরেকটু উঁচু হয়ে যদি দিতিস আড়
ধুলো ওড়ানো কালবৈশাখী,
আর মাটি ভেজানো বৃষ্টি পেতো রোজ-ই
এই পাষান ভূমি রাঢ়।
পাথুরে মাটি উঠলো তেতে
গরম হাওয়া
উপরে উঠে, উঠলো মেতে
জলীয় বাস্প ভরা হাওয়া
ধাক্কা খেয়ে উঠতো তোর গা বেয়ে
ঘনীভূত ওই মেঘপুঞ্জরা সব
ঝরতো অঝোর বৃষ্টি হয়ে।
তা নয় হলি নীচু
ভ্যাপসা গরম,
জোলো হাওয়ার দাপট
ছাড়ছে না আর পিছু।