কবিতায় সমৃদ্ধ তুমি




কবিতায় সমৃদ্ধ তুমি

• "কবিতা কুটির" - এর একটি নতুন বিজ্ঞপ্তি যা আলোকিত করবে আমাদের শুভাকাঙ্ক্ষীদের।

• এই বিজ্ঞপ্তিতে একজন কবি তার লেখা কমপক্ষে ৫ টি কবিতা এবং নিজের কবি জীবনী ও নিজের একটি ছবি আমাদের মেইল করবেন—kabitakutir2020@gmail.com এই মেইল আইডিতে।

• মনোনীত কবির কবিতা ও কবিজীবনী তার ছবিসহ আমাদের "The Truth" নিউজ পোর্টালে আপডেট করা হবে। 

নিউজ পেজ লিঙ্ক - https://www.facebook.com/thetruthnewsofficial/

• টানা একমাস ব্যাপী এই বিজ্ঞপ্তি বজায় থাকবে এবং একমাস পর সর্বোচ্চ ভোটের উপর নির্ভর করে নির্বাচিত করা হবে তিনজন সেরা কবিকে। বিজয়ী তিনজন কবির কবিতা "কবিতা কুটির" - এর আগামী কোনও সংকলনে "আমন্ত্রিত" অংশে প্রকাশিত হবে।

• কবিজীবনী লেখার সময় "কবিতা কুটির" তার কবি জীবনে কতটা প্রভাব ফেলেছে তা উল্লেখ করা বাঞ্ছনীয়।

আপনারা সচেতন হোন এবং নিরাপদে থাকুন।

You Might Also Like

0 Comments